রাজ্য ভলিবল চাম্পিয়নশিপ
শুভাবরি ওয়েবডেস্ক,১৩নভেম্বর, কলকাতা: ৬৮ তম সিনিয়র বিভাগের মহিলা ও পুরুষদের রাজ্য ভলিবল চাম্পিয়নশিপ খেলা শুরু হলো বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে। গত ৯ তারিখ দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হয়েছে এই চ্যাম্পিয়নশিপের খেলা । উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জেলা থেকে উঠে আসা মহিলারা, বলা যায় বালিকাদের এই খেলা অত্যন্ত জনপ্রিয় আজকের দিনে।
আবার T-20
শুভবরি ওয়েবডেস্ক, 8মে ,কলকাতা : আগামী 7-15 জুন 7 দিনের টি 20 প্রতিযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার এবং মূল উদ্যোক্তা মিসবাউদ্দিন। তিনি বলেন, ভারত সহমোট পাচটি দেশ( বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও আফগানিস্তান থেকে খেলোয়াড়রা অংশ নেবেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার আবদুল আতিক খান, স্পন্সরার কারি আহমেদ ফাউন্ডেশনের পরিচালক জাইদ আনোয়ার মহম্মদ, সইদ খান, জনাব গোলাম রাব্বানী।
জাইদ সাহেব বলেন, স্পোর্টস সব সময়ই জাত-ধর্মের উর্ধে থাকে। ঈদের পরেই এই আয়োজন কলকাতাবাসীদের আরও একটি খুশীর পরিবেশ তৈরী করবে। উল্লেখ্য কারি আহমেদ ফাউন্ডেশন সারা বছর ই সমাজসেবা মুলক কাজ করে থাকে।
আন্তর্জাতিক স্তরের অপেক্ষায়
শুভাবরি ওয়েবডেস্ক,6এপ্রিল পলাশ পাত্র: নদীয়া জেলার শিমুরালি এলাকায় ৬৯ তম রাজ্য জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে নয় জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগীদের অংশ গ্রহনের পিছনে সম্পূর্ন কৃত্বিত রয়েছে তাদের কোচ কৃষ্ণ ভদ্র ও কালী ভদ্র এবং বাঁকুড়া জেলার জিমনাস্টিক এ্যাসোসিয়েশানের সম্পাদক ডঃ সদানন্দ ভদ্রের।
এই প্রতিযোগীতা বয়স অনুসারে কয়েকটি বিভাগ ও দলগত ভাবে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় রাজ্যের দশটি জেলা থেকে প্রায় সাতশো প্রতিযোগী অংশ গ্রহন করে । দশ বছর ঊর্ধ্বে বয়স বিভাগে বাঁকুড়া জেলার তিন জন : – রূপসা দে, শিবানী ক্ষেএপাল ও নমিতা সাঁতরা সেরা হয়। দশ বছর অনূর্ধ্ব বয়সের বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রিয়া পারভীন।
এই প্রতিযোগীতায় রাজ্য স্তর জয় করে আন্তর্জজাতিক স্তরে পৌঁছানোর জন্য বাঁকুড়ার কোতুলপুর ব্লকের প্রতিযোগী ও এলাকাবাসী সহ তাদের কোচ কৃষ্ণ ভদ্র ও কালী ভদ্র এবং বাঁকুড়া জেলার জিমনাস্টিক অ্যাসোসিয়েশানের সম্পাদক ডঃ সদানন্দ ভদ্র খুবই আনন্দিত। তাঁরা বলেন এই রকম নিম্নবৃত্ত পরিবার থেকে হাজারও প্রতিবন্ধকতা উপেক্ষা করে এতোটা পথ পাড়ি দেওয়াতে আমরা খুবই গর্বিত। কিন্তু একটা বিষয়, আগামী দিনে হাজারো চেষ্ঠা সত্ত্বেও এই জয়ের মুকুট মাথায় পড়ে শেষ পর্যন্ত রাজ্যের বাহিরে এবং আন্তর্জাতিক স্তরে খেলার সম্ভব হয়ে উঠবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। যদি তারা সরকারি ভাবে কোনো আর্থিক সহায়তা পায় তাহলে তা সম্ভব হয়ে উঠতে পারে। তাই আমরা সরকারের কাছে এই আবেদন রাখছি যাতে তারা তাদের স্বপ্ন পুরন করে রাজ্য তথা দেশের সন্মান বাড়াতে সুযোগ পায়।
ইন্টারন্যাশানাল বক্সিং এখন বাংলায়
শুভাবরি ওয়েবডেস্ক,২৪ মার্চ, পলাশ পাত্রঃ হুগলী জেলার উওরপাড়ায় শিব শক্তি সমিতির উপস্থাপনায় ইন্টারন্যাশানাল প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ান শুরু হতে চলেছে। এই বক্সিং প্রতিযোগিতা প্রায় তিন দশক পর এই রাজ্যে হতে চলেছে। তাই এই প্রতিযোগিতায় দেশের পাশাপাশি অন্যান্য দেশের প্রতিযোগী ও প্রতিযোগীনীরাও অংশ গ্রহণ করবেন। প্রতিযোগিতায় মোট তেরোটি বিটে খেলা হবে, যার মধ্যে ছ’য় জন মহিলা প্রতিযোগীনীও থাকবেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা উপস্থিত হয়েছেন। তাই খুবই দ্রুত চলছে বক্সিং রিং তৈরির কাজও। উপস্থিত থাকবেন ভারতীয় বক্সিং কমিশনের প্রেসিডেন্ট ও ক্যাপ্টেন পার্থ দাস। এলাকার কাউন্সিলর কামাক্ষা সিং ও শিব শক্তি সমিতির সদস্যগণ বলছেন “এই প্রতিযোগীতার আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি।”
পিঙ্কি রায় স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি
শুভাবরি ওয়েবডেক্স ১৩ মার্চ, কলকাতাঃ পিঙ্কি রায়ের স্মৃতির উদ্দেশ্যে আগামী ১৬ ও ১৭ মার্চ বোড়াল পার্লামেন্ট ক্লাব তাদের নিজস্ব ময়দানে ২ দিন ব্যাপী বিরাট নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী ১৭ মার্চ ক্লাবের দুঃস্থ ভাইদের জন্য পিঙ্কি রায় ফুটবল একাডেমীর শুভ সূচনা হবে।
জুড়তে পারে তিন টি টি সংস্থা
শুভাবরি ওয়েবডেক্স, ১৪ ফেব্রুয়ারি, কলকাতা: টেবিল টেনিস খেলা, তার প্রসার সহ বহু সমস্যা চলছে বহু দিন ধরে। আর এই সমস্যা সমাধানের জন্য এবং টেবিল টেনিস খেলার প্রতি কচিকাচাদের আগ্রহ বাড়াতে আগামী মার্চ এপ্রিল নাগাদ একসাথে জুড়ে জেতে পারে নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে কিছুটা হলেও সবুজ সংকেত পাওয়া গেল। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস আয়সসিয়েশানের অন্যতম সম্পাদক শর্মি সেনগুপ্ত।
আগামী দিনের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি বলেন,” প্রত্যেকটি জেলা থেকে আমরা নতুন প্রতিভাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে সবজেলার খেলোয়াড়েরা যাতে সমান সুযোগ পান সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে স্কুল শিক্ষার ক্ষেত্রে যাতে টেবিল টেনিসকে নজর দেওয়া হয় সেই বিষয়টির জন্য বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকা সাথে কথা বলবো আমরা। আঞ্চলিক ক্লাবগুলিকেও আমাদের সাথে সাথে যুক্ত হয়ে টেবিল টেনিসের প্রসারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি” । তিনি আরও জানান, আই পি এলে মতন টেবিল টেনিস লিগও যাতে আমরা শুরু করতে পারি সে বিষয়ে আলোচনা করা হচ্ছে । বিগত দিনে খেলো ইন্ডিয়া তে বাংলা দলের প্রদর্শনের প্রশংসা করেন তিনি । বিভিন্ন ক্লাব, স্কুল যাতে ভর্তুকিতে খেলার বোর্ড পান সেবিষয়টিও তারা নজর দেবেন বলে জানিয়েছেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ময়ান্ক জালান, সহ সম্পাদক অনির্বান ঘোষ দস্তিদার, উপ সভাপতি তপন চন্দ্র ,কোষাধ্যক্ষ সব্যসাচী ত্রিপাঠী প্রমুখ ।
পিছিয়ে নেই পাওয়ার লিফটিংও
শুভাবরি ওয়েবডেক্স, ১ ফেব্রুয়ারী , কলকাতাঃএখনও অলিম্পিকে নথিভুক্ত না হলেও পাওয়ার লিফটিংএর গুরুত্ব এবং জনপ্রিয়তা যে কোন অংশে কম নয় তার প্রমান কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দর্শক এবং প্রতিযোগীদের উপস্থিতি দেখেই বোঝা গেল।
শুরু হল পাওয়ার লিফটিংএর ফেডারেশন কাপ। এই প্রতিযোগীতা থেকেই বাছাই করা প্রতিযোগী আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ১ থেকে ৩ ফেব্ররুয়ারি চলবে এই খেলা।
দীর্ঘ ২৫ বছর পরে তিলোত্তমায় পাওয়ার লিফটিংয়ের জাতীয় স্তরের আসর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত স্কোয়াট, ব্রেঞ্চ প্রেস এবং ডেড লিফট এই তিন ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সারা দেশের ২২টি রাজ্য ও ৫টি অফিস দল থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সাব জিনিয়র, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স ক্যাটাগরীর জাতীয় স্তরের প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারীরাই একমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, আসন্ন জুনিয়র এবং সিনিয়র ওয়ার্ল্ড চাম্পিয়নশপে ভারতীয় দল নির্বাচনের জন্য চলতি ফেডারেশন কাপকেই পাখির চোখ করেছে জাতীয় সংস্থা।
বেটন কাপ
শুভাবরি ওয়েবডেক্স, ১৭ ডিসেম্বর, কলকাতাঃ আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভারতের সবচেয়ে পুরনো হকি প্রতিযোগীতা বেটন কাপ হকি অনুষ্ঠিত হতে চলেছে। এবার এই প্রতিযোগীতা ১২২ তম সংস্করণ। প্রতিযোগীতার বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশানের সাধারন সম্পাদক শ্রী স্বপন ব্যানার্জি, প্রাক্তন ক্রিড়াবিদ শ্রী গুরবক্স সিং, প্রাক্তন ফুটবল খেলোয়ার শ্রী সুব্রত ভাট্টাচার্য প্রমুখ। সল্টলেকে সাইয়ের মাঠে এই খেলা অনুষ্ঠইত হবে।
মট ১৫ টি দল এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। স্বপন বাবু বলেন, “পশ্চিমবঙ্গে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশান হকি খেলাকে আরও জনপ্রিয় করে তোলার চেস্টা করছে, ভবিষ্যতে হকি খেলা যে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করে তুলবে সে বিষয়ে আমরা আশাবাদী”।