ওয়েবডেস্ক, ৩ আগস্ট, কলকাতা: সংক্রমণের হার যেভাবে ধীরে ধীরে বাড়ছে ঠিক একই রকম ভাবে মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী একদিনে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ৫৩। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করণায় আক্রান্ত হয়েছেন ২৭১৬ জন। এর ফলে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮২৩২। একদিনে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০৮৮ জন। বুলেটিন অনুযায়ী একটিভ রোগীর সংখ্যা বর্তমানে ২১৬৮৩ । বেড়েছে সুস্থতার হার। সুস্থতার হার ৭০.০৭%।