২ নভেম্বর : কলকাতার ৫৯ বছর বয়সি এক পুরুষ রোগীর হৃদযন্ত্রে জটিল ব্লকেজের সফল অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে মণিপাল হসপিটাল ব্রডওয়ে-তে। এই জটিল চিকিৎসাটি সম্পন্ন হয় জাপানের ইয়োকোহামা সিটি হসপিটালের বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ড. নোরিহিরো কোবায়াশি-র তত্ত্বাবধানে। রোগীর চিকিৎসা পরিচালনা করেন ড. অরিজিৎ ঘোষ, হেড অব ডিপার্টমেন্ট – ইন্টারভেনশনাল কার্ডিয়োলজি, মণিপাল হসপিটাল ব্রডওয়ে।
রোগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় দেখা যায়, একপাশের ধমনীতে গুরুতর ব্লকেজ এবং অপর পাশে সম্পূর্ণ ১০০% ব্লকেজ রয়েছে — যা সিটিও (Chronic Total Occlusion) নামে পরিচিত। সাধারণত এমন ক্ষেত্রে বাইপাস সার্জারির প্রয়োজন হয়, কিন্তু আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাহায্যে এখন এই ধরনের ব্লকেজ ক্ষুদ্র আক্রমণাত্মক অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে সফলভাবে চিকিৎসা করা সম্ভব।
অস্ত্রোপচারটি সম্পন্ন হয় মণিপাল হসপিটাল ব্রডওয়ে-তে আয়োজিত একটি বিশেষ কার্ডিয়াক ওয়ার্কশপ চলাকালীন, যেখানে ড. শুভাশিস রায় চৌধুরী, ডিরেক্টর – ক্যাথ ল্যাব এবং তাঁর টিম উন্নত যন্ত্রপাতি, IVUS প্রযুক্তি ও বিশেষ তার ব্যবহার করে সম্পূর্ণ বন্ধ ধমনিটি খুলে দিতে সক্ষম হন। রোগী বর্তমানে স্থিতিশীল এবং একদিনের মধ্যেই ছাড়পত্র পাবেন বলে আশা করা হচ্ছে।
ড. শুভাশিস রায় চৌধুরী বলেন, “সিটিও অ্যাঞ্জিওপ্লাস্টি হৃদরোগের সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলির মধ্যে একটি। এই কেসটির সফলতা দেখাচ্ছে যে আধুনিক প্রযুক্তি এবং দক্ষ টিমওয়ার্কের মাধ্যমে এখন এমন রোগীকেও সুস্থ করা সম্ভব, যাদের আগে ওপেন-হার্ট সার্জারির প্রয়োজন হতো।”
ড. অরিজিৎ ঘোষ বলেন, “রোগীকে বুক না কেটে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করা এবং এত দ্রুত সুস্থ হতে দেখা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। ড. নোরিহিরো কোবায়াশির উপস্থিতি ও তাঁর পরামর্শ আমাদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রেখেছে। এমন আন্তর্জাতিক সহযোগিতা আমাদের হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি করছে।”
ড. কোবায়াশি জানান, জাপানে এখন বাইপাস সার্জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, কারণ উন্নত অ্যাঞ্জিওপ্লাস্টি প্রযুক্তি রোগীদের দ্রুত আরোগ্য এবং কম জটিলতার সুযোগ দিচ্ছে।
