শুভাবরি ওয়েবডেস্ক,14জুলাই,কলকাতা :কাল সন্ধ্যে আনুমানিক 6টা 40মি নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ময়দান স্টেশনের দিকে মেট্রো ছুটল একজন মানুষের শরীরকে বাইরে রেখেই । মেট্রোর ভিতরে থাকা যাত্রীদের দাবী একজাতীয় পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলেন । পুরনো স্মৃতি আতঙ্কিত করে মেট্রো যাত্রীদের। যাত্রীদের কথায় বার বার মোটরম্যান ও গার্ডের সাথে যোগযোগ করার চেষ্টা করলেও তা করা যায়নি। মেট্রোটি পার্ক স্ট্রিট ছেড়ে যেতে বাকী ছিল মাত্র দুটি কামরা । মৃত্যু ঘটল কসবা পোস্টঅফিসের কাছে বাসিন্দা বছর 66 র সজল কাঞ্জিলালের । বলা হয় দরজা ঠিক করে বন্ধ না হলে মেট্রো চলে না এছাড়া পেছনে থাকা গার্ড সব দেখার পরই সঙ্কেত দেন মোটরম্যানকে। কিন্তু এক্ষেত্রে সদ্য আসা নতুন রেকের সেন্সর কি কাজ করেনি?
প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। যাত্রীর অভিযোগ করেন প্রায় 40 মিনিটের ওপর ট্রেনটি দাড়িয়ে থাকে টানেলের ভেতর। কোনো রকম বার্তাও দিচ্ছিলেন না মেট্রো কতৃপক্ষ । স্তব্ধ হয়ে পরে মেট্রো পরিষেবা। তদন্তের আশ্বাস দেওয়া হয় মেট্রোর পক্ষ থেকে । পার্ক স্ট্রিটে বিক্ষোভ দেখান যাত্রীরা। দেহ উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। ।
হাজার হাজার যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসছে।

যাত্রীদের প্রশ্ন আদোও কি আমরা সুরক্ষিত ?