ডিজিটাল; ২ এপ্রিল: গত ১ এপ্রিল ৬৮ ব্যাটালিয়নের বর্ডার চৌকি জিতপুরের জওয়ানরা গত ২৪ ঘন্টায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় একজন মহিলা এবং একটি নাবালক ছেলেকে আটক করেছে।

ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে

গ্রেফতারকৃত নাবালক ঝিনাইদহ জেলার সীমান্ত গ্রামের বাসিন্দা, যার নাম নাসির বিশ্বাস (কাল্পনিক নাম), বয়স ১৫ বছর। যে ঘাস কাটতে গিয়ে ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এবং বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে।

এছাড়া গ্রেপ্তার হওয়া মহিলার নাম নিভা মালি, বয়স ৪০ বছর, যে বাংলাদেশের বরিশাল জেলার বারোখালী গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানায়, পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে ভারতে এসে কলকাতায় থাকত এবং সেখানে গৃহপরিচারিকার কাজ করত। এরপর স্বামী বাংলাদেশে চলে যাওয়ার পর বনগাঁয় থাকতে শুরু করে। সে আরও জানায়, আজ সে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

গ্রেফতারকৃত নাবালক ছেলে ও মহিলাকে মানবতা ও সদিচ্ছার ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগিন্দর আগরওয়াল, কমান্ডিং অফিসার ৬৮ ব্যাটালিয়ন জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ চলাচল রোধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, অনেক সময় কৃষক ও তাদের সন্তানরা সীমান্তের কাছে গবাদি পশু চরাতে বা ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশকে হস্তান্তর করা হয়।