ওয়েবডেস্ক, ৬ আগস্ট, কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। আজ বৃহস্পতিবার দুপুরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রবল শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁর করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে তারপর তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি এরপরে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়। গত দু’দিন ধরে শারীরিক অবস্থা সংকটজনক ছিল। গতকাল রাতে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এরপরে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃত্বরা।