ওয়েবডেস্ক, ৩ আগস্ট, কলকাতা: আবার লকডাউনের দিন বদল করা হলো। পুরোপুরি লকডাউনের দিন গুলি হল – ৫, ৮,২০,২১, ২৭,২৮ ও ৩১ শে আগস্ট।পূর্বঘোষিত যে লকডাউনের দিনগুলি ছিল তাতে কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকার ফলে বিভিন্ন সম্প্রদায় থেকে আবেদন আসতে থাকে, তার জন্যই এই দিনবদলের ভাবনা রাজ্য সরকারের।