ওয়েব ডেস্ক; কলকাতা, ৩০ নভেম্বর : মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের (MRC) ২৫তম বর্ষপূর্তিতে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হলো রিহ্যাবিলিটেশন, রিউমাটোলজি এবং নিউরো অর্থোপেডিক সামিট ২০২৪। অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য অতিথিদের সামনে মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের গত আড়াই দশকের সামাজিক কর্মবিধির এক প্রতিচ্ছবিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএপিএমআর-এর জাতীয় সচিব ডাঃ সঞ্জয় পান্ডে (এইচওডি, পিএমআর বিভাগ, এআইআইএমএস, পাটনা এবং অনারারি সেক্রেটারি, আইএপিএমআর), ডাঃ সুকুমার মুখার্জি (সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন ও রিউমাটোলজি), ডাঃ মুরলীধর পি সি (ভারপ্রাপ্ত সভাপতি, IAPMR), ডাঃ রূপালী বসু (সভাপতি, RPSG গ্রুপের গ্রুপ ব্র্যান্ড রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট), পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী, মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডাঃ মৌলি মাধব ঘটক ও অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্যে মেডিক্যাল রিহ্যাবিলিটেশনের ক্রমবর্ধমান চাহিদা এবং অগ্রগতির বিষয়টা গুরুত্ব পায়। রিউম্যাটোলজিকাল রোগের সঠিক তদন্ত, প্রমাণ-ভিত্তিক অকুপেশনাল থেরাপি, মেডিক্যাল রিহ্যাবিলিটেশনে ভার্চুয়াল রিয়েলিটির ভূমিকা, মেরুদন্ডের আঘাতজনিত সমস্যায় থাকা রোগীদের (এসসিআই) সুস্থতার ক্ষেত্রে গাইট ট্রেনিংয়ের ভূমিকা, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে এমআরসি-র কয়েকটি অসাধারণ কেস স্টাডিও তুলে ধরা হয়েছিল।
মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডাঃ মৌলি মাধব ঘটক বললেন, “মেডিক্যাল রিহ্যাবিলিটেশন আজ চিকিৎসা বিজ্ঞানের এক বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ২৫ বছর ধরে MRC কয়েক হাজারেরও বেশি মানুষকে স্বাভাবিক জীবনে পূর্ণমর্যাদার সঙ্গে ফিরিয়ে আনতে পেরেছে। আগামীর দিনগুলোতেও আমরা এই একই উদ্যমের সঙ্গে কাজ করে যাবো।”