শুভাবরি ওয়েবডেস্ক,১ জুলাই, দেবাঞ্জন দাস, কলকাতা:
“যে আমাদের খেয়াল রাখে, আমাদেরও তাদের খেয়াল রাখা উচিত ” এই থিমের সাথেই শুরু হতে চলেছে ৪৮ তম কলকাতা রথযাত্রা, যার নেপথ্যে আছে ইস্কন।
আগামী ৫ থেকে ১১ জুলাই কলকাতার ব্রিগেড প্যারেড মাঠে প্রতিবছরের মত এবারও এই উৎসব পালন করা হবে। আগামী ৪ জুলাই কলকাতার উত্তম কুমার সরণির ইস্কন মন্দির দিয়ে বেলা ১২ টা নাগাদ জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর রথ বের হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধনের পরেই। তার আগে থাকবে সংস্কৃতিক উৎসব। নৃত্যে থাকবে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ সহ অনেক শিল্পীরা।
প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রথ এসে পৌছাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । এবারের থিম অনুযায়ী শোভাযাত্রার ট্যাবলোগুলোকে সেই অনুযায়ী সাজানো হবে। সংস্থার তরফ আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেনারেল ম্যানেজার রাধারমণ দাস এবং কলকাতা ইস্কন রথযাত্রার চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস।
আগামী ৪ জুলাই রথযাত্রা তারই প্রস্তুতি চলছে জোর কদমে।