শুভাবরি ওয়েবডেস্ক,১ জুলাই, দেবাঞ্জন দাস, কলকাতা:

“যে আমাদের খেয়াল রাখে, আমাদেরও তাদের খেয়াল রাখা উচিত ” এই থিমের সাথেই শুরু হতে চলেছে ৪৮ তম কলকাতা রথযাত্রা, যার নেপথ্যে আছে ইস্কন।
আগামী ৫ থেকে ১১ জুলাই কলকাতার ব্রিগেড প্যারেড মাঠে প্রতিবছরের মত এবারও এই উৎসব পালন করা হবে। আগামী ৪ জুলাই কলকাতার উত্তম কুমার সরণির ইস্কন মন্দির দিয়ে বেলা ১২ টা নাগাদ জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর রথ বের হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধনের পরেই। তার আগে থাকবে সংস্কৃতিক উৎসব। নৃত্যে থাকবে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ সহ অনেক শিল্পীরা।

https://youtu.be/8KNJu76HEYs


প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রথ এসে পৌছাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । এবারের থিম অনুযায়ী শোভাযাত্রার ট্যাবলোগুলোকে সেই অনুযায়ী সাজানো হবে। সংস্থার তরফ আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেনারেল ম্যানেজার রাধারমণ দাস এবং কলকাতা ইস্কন রথযাত্রার চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস।

কলকাতা ইস্কনের জেনারেল ম্যানেজার রাধারমণ দাস এবং রথযাত্রার চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস নিজেরাই হাত লাগালেন রথযাত্রার প্রস্তুতিতে।

আগামী ৪ জুলাই রথযাত্রা তারই প্রস্তুতি চলছে জোর কদমে।