রাজ্যের অষ্টম দফা নির্বাচন আগামী ২৯ শে এপ্রিল। বাকি দফার মতন নির্বাচন কমিশন অষ্টম জাতীয় রীতিমতন ভাবে আঁটোসাঁটো নিরাপত্তা রাখতে চলেছে।

এই দফায় ২৮৩ জন প্রার্থী ৩৫টি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দফায় মোট বুথের সংখ্যা ১১৮৬০। নির্বাচন কমিশন সূত্রে খবর এই দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।

এই দফায় ভোট রয়েছে বীরভূম, কলকাতা উত্তর, মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। কমিশন সূত্রে আরো জানা গেছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বীরভূম জেলায়, কলকাতা উত্তরে ৯৫ কোম্পানি, মালদায় থাকতে চলেছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন।

অতএব ২৯ তারিখ ভোটের দিন ভোট পরিচালনার জন্য বুথের দায়িত্বে থাকবে মোট ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ বাকি থাকা ১১২ কোম্পানি ভোটের অন্যান্য কাজের ক্ষেত্রে মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর।