ডিজিটাল; ১৪ ডিসেম্বর: ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোচিং এবার কলকাতায়। অষ্টম থেকে দ্বাদশ ও দ্বাদশোত্তীর্ণ যেসকল ছাত্রছাত্রী JEE, NEET, অলিম্পিয়াডস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় বসতে চায় তাদের সুবিধা হবে সকলেরই।
এবার কলকাতাতেও তাদের অফলাইন ক্লাস চালু করবে।মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষার কোচিং -এর ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে অ্যালেন একটি পরিচিত নাম।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিরেক্টর নবীন মাহেশ্বরী স্যার এবং কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও।
এই উপলক্ষ্যে ডিরেক্টর নবীন মাহেশ্বরী স্যার বলেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত প্রান্ত তথা কলকাতার ছাত্রছাত্রীরা JEE,NEET,অলিম্পিয়াডস, KVPY, NTSE তথা অন্যান্য পরীক্ষা গুলোতে ভালো ফল করছে। আরও ভালো সহায়তা পেলে তাদের ফল আরও ভালো হবে।
এবার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট কলকাতার ছাত্রছাত্রীদের উন্নতির জন্য অফলাইন ক্লাস শুরু করবে। ২০২৩-২৪ বর্ষের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার ক্লাস এপ্রিলে শুরু হবে। 20শে জানুয়ারি বা তার আগে ভর্তি হলে শিক্ষার্থীদের বিশেষ ফি সুবিধা দেওয়া হবে। যেসকল ছাত্রছাত্রী অ্যালেন স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট (ASAP)ও অ্যালেন শার্প পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরা ৯০% পর্যন্ত স্কলারশিপও পাবেন।
অ্যালেন – এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পংকজ বিড়লা স্যার বলেন, এর আগে এখানকার বিজ্ঞানের ছাত্রদের কোটা বা ভারতের অন্য কোনো শহরে যেতে হত কিন্তু এখন তারা ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোচিং কলকাতাতেই পাবে। কলকাতের ছাত্রছাত্রীরা উৎসাহী এবংভালো গাইডেন্স পেলে সেরা ফল করে দেখাতে পারবে।এবার কোটার কোচিং এর সুবিধা পাওয়া যাবে কলকাতা ও নিকটবর্তী অঞ্চলেও।
অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, পরিচালক, নবীন মহেশ্বরী NEET 2022-এ AIR-26 সুরক্ষিত করার জন্য অ্যালেনের ছাত্র অবিলাশ মাদুরীকে 2 লাখ টাকার নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। অভিলাশ হলেন অ্যালেন দুর্গাপুরের ক্লাসরুম কোচিং ছাত্র যা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু ছিল।