২৮ ফেব্রুয়ারি ২০২১ : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশে কংগ্রেস, বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাতে হাত মিলিয়ে আগুয়ান রাজ্য বিধানসভায় আসন সমঝোতার মাধ্যমে ক্ষমতা দখলের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিল। উপস্থিত সদস্য এবং শ্রোতাদের মধ্যে যুবসমাজের আধিক্য এবং তার মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্যদের সংখ্যা প্রথম দিকে বেশি থাকলেও পরবর্তী সময়ে ব্রিগেডের দখল নেয় বাম সমর্থকরা। যদিও ক্ষমতায় আসার প্রথম পনেরো কুড়ি বছর অবধি বামফ্রন্ট সমর্থকদের মধ্যে যে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা লক্ষ্য করা যেত তা আজ কিন্তু একেবারে দেখা যায়নি। পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকদের যেন শুধু আব্বাস সিদ্দিকীর বক্তব্যই মূল লক্ষ্য ছিল ছিল। তার বক্তব্যের শেষ হওয়া মাত্রই সমর্থকরা মাঠ ছাড়তে শুরু করে। কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী অস্বস্তিতে পড়ে যাবেন। কারণ মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর অঞ্চল, যেখানে কংগ্রেসের পুরনো গড় বলে মানা হয়, আব্বাস সিদ্দিকী যদি সেইখানে বেশি আসনে লড়তে চান তবে কিন্তু এই যৌথ ফ্রন্টে কংগ্রেসের থাকা মুশকিল হয়ে দাঁড়াবেএমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আব্বাস সিদ্দিকী সাহেব হক বুঝে নেওয়ার কথা পরিষ্কার করে বলেছেন। তাতে বামফ্রন্টের সাথে এ জোট কতটা মজবুত হবে সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন বলে অভিজ্ঞ মহল প্রশ্ন তুলছেন। তবে সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে নির্বাচনের দিন আরও যত এগিয়ে আসবে ততই পরিষ্কার হবে।