দুটো মাত্র শব্দ সেই শব্দ থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে, সবার মুখে মুখে একটাই কথা ‘খেলা হবে’। লোক জনশক্তি পার্টি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল কিছুদিন আগে। গতকাল তারা মেচেদায় সাংবাদিক সম্মেলন করে আবারও এ কথা মনে করিয়ে দেন। রাজ্য নেতৃত্ব পক্ষ থেকে রণধীর সাউ বলেন, ‘এক লাখের বেশি বুথে তাদের এজেন্ট থাকবে। এতদিন পর্যন্ত দলিত আদিবাসীদের নিয়ে সবাই রাজনীতি করেছে তাদের কোন সুবিধা দেয় নি। এবার আমরা তাদের পাশে থাকব। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আমরা কাজ করতে চলেছি। তাদের জীবন দুর্দশা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র কিছুদিনের মধ্যেই আমরা প্রকাশ করব। টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা ধীরে ধীরে নিজেদের সংগঠন তৈরি করতে চলেছি’। তিনি আরো যোগ করেন,’ যুব সম্প্রদায়ের কর্মসংস্থান, শিক্ষা তাদের মূল লক্ষ্য। কারণ যুবসম্প্রদায় মজবুত না হলে দেশ মজবুত হতে পারে না। পাশাপাশি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার দৃঢ় সংকল্প হয়েছে আমাদের। যদি তাদের মতাদর্শের সাথে কোন দলের মতাদর্শের মিল থাকে এবং শরিক হতে চান, সেই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চুড়ান্ত থাকবে। এইদিন ২৯৪ টি আসনের মধ্যে প্রায় ২৮০ টি আসনের প্রার্থী উপস্থিত ছিলেন। তবে প্রার্থী তালিকা তারা এই মুহূর্তে ঘোষণা করেননি। কিছুদিনের মধ্যেই তারা সে প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে তিনি জানান।