ডিজিটাল; ৮ আগস্ট: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ভূবিজ্ঞানের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং জানিয়েছেন সরকার সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে বার্ষিক আইএএস আধিকারিক নেওয়ার সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি সিএসই পরীক্ষার মাধ্যমে আইপিএস আধিকারিক নেওয়ার সংখ্যাও বাড়ানো হয়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে ডঃ জীতেন্দ্র সিং বলেন, পাসোয়ান কমিটির সুপারিশ অনুযায়ী আইএএস আধিকারিকদের সরাসরি নিয়োগের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ২০২২এর পয়লা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে আইএএস আধিকারিকদের শূন্য পদের সংখ্যা ছিল ১ হাজার ৪৭২। আইপিএস আধিকারিদের ক্ষেত্রে এই সংখ্যা ৮৬৪। শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। প্রতি বছর সরাসরি নিয়োগের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা আয়োজন করে।
প্রমোশনের ভিত্তিতে শূন্য পদ পূরণের ক্ষেত্রে ইউপিএসসি বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিটির বৈঠকে ব্যবস্থা করেছে বলে মন্ত্রী জানান।