দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৫৭ কোটি ২০ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
দেশে সুস্পষ্টভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৬ লক্ষ ৫৬ হাজার ৩৪১।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার বর্তমানে ৪.৪৩ শতাংশ।
সুস্থতার হার বর্তমানে ৯৪.২৭ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ৩৭ হাজার ৪৬১।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন।
এ পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯, যা গতকালের তুলনায় ৬.০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৯.৬৫ শতাংশ।
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৪.৪১ শতাংশ।
এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৭০ কোটি ৩৭ লক্ষ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লক্ষ ১৩ হাজার ৪৪৪।
পশ্চিমবঙ্গে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭২। চিকিৎসাধীন ২২ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে, দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৯ জন।