ডিজিটাল; ৩০ আগস্ট: গতকাল ‘নব যুব সঙ্ঘ’-র ( ৫৭/২, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর) উদ্যোগে উদ্বোধন হয়ে গেল ‘শ্রী শ্রী সর্বজনীন গণেশ পুজো ২০২২’।
উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, সঞ্জয় বক্সি, পিয়াল চৌধুরী, প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা, সঞ্জয় রায়, পৌরমাতা সুপর্ণা দত্ত, বুলবুল সাউ, পৌরমাতা সাধনা বোস, পৌরপিতা রাজেশ সিনহা, রাজা ভট্টাচার্য, সঞ্জীব আচার্য, গোপাল সাহা, প্রদীপ কর, রোহিত দাস, রাজীব জয়সোয়াল, কৌশিক বসাক, গৌরাঙ্গ মজুমদার, বিনোদ চৌধুরী, প্রিয়াঙ্ক পাণ্ডে প্রমুখ ।
নব যুব সঙ্ঘ-র চেয়ারম্যান প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা জানান , ” স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি গণেশ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আজ শিব আরাধনা-র অনুষ্ঠান আছে। আগামীকাল রীতি রেওয়াজ মেনে গণেশ পুজোর পাশাপাশি, ১ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ তারিখ মহাভোগ পর্ব, ৩ তারিখ মাতা রাণী-র ভজন সন্ধ্যার শেষে আগামী ৪ সেপ্টেম্বর গণেশ মূর্তির বিসর্জন পর্ব সমাপন হবে।”
উল্লেখ্য, গণেশ পুজো-কে সামনে রেখে ‘নব যুব সঙ্ঘ’-র পরিচালনায় সম্প্রতি এক ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়ে গেছে।