শুভাবরি ওয়েবডেস্ক, ১৩ সেপ্টেম্বর, কলকাতাঃ

আগস্ট ২০১৮ ওল্ড সুইডিশ স্কুলের ১৬ বছরের গ্রেটা থানবার্গ নামক একজন ছাত্রী হাতে প্ল্যাকার্ড নিয়ে সুইডেন পার্লামেন্টের বাইরে তার স্কুলের বন্ধুবান্ধবদের নিয়ে পরিবেশকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজ সেই আহ্বানে সাড়া দিয়ে আগামী ২৯ থেকে ২৭ সেপ্টেম্বর ক্লাইমেট স্ট্রাইকে নিজেদের সম্মতি জানিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সম্পাদক ড. প্রদীপ মহাপাত্র। প্রদীপ বাবু বলেন, “বিজ্ঞান মঞ্চ থেকে আগামী ২০ সেপ্টেম্বর এই ক্লাইমেট স্ট্রাইক পালন করা হবে। পশ্চিমবঙ্গের প্রায় ২০০০ স্কুল-কলেজের কাছে তারা পৌঁছে যাবার লক্ষে এগিয়ে চলেছেন। ঐদিন বিশেষত ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে মেলে ধরবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীদের দ্বারা সংঘটিত বিভিন্ন সভা, মানবপ্রাচীর, মিছিল হবে এবং তার সঙ্গে ছাত্র-ছাত্রীদের নিজের হাতে পোস্টার লিখে সাধারণ মানুষের কাছে পরিবেশ সচেতনতা কথা তুলে ধরবে। ”


ড. তপন সাহা বলেন “বর্তমানে আমাদের দেশের জলস্তর কমতে শুরু করেছে। এতে চাষের ক্ষতি এবং খাদ্যের নিরাপত্তা ধীরে ধীরে কমছে, প্রভাবিত হচ্ছে জীব-বৈচিত্র । প্রাণীজগৎ আজ বিপন্ন হওয়ার পথে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন করছে যে এই উষ্ণায়নের জন্য দায়ী আমরা।” ইতিমধ্যে বহু স্কুল আমাদের এই আহবানে সাড়া দিয়েছে। অল ইন্ডিয়া পিপলস সাইন্স নেটওয়ার্ক সহ বহু সংস্থা ১৫৫ টি দেশের মধ্যে ইতিমধ্যেই এই বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সামিল হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন মিশ্র, অরুনাভ মিশ্র, সৌরভ চক্রবর্তী, সিদ্ধার্থ দত্ত ,উৎপল দত্ত প্রমূখ ।একটি সমীক্ষা পাওয়া গেছে আগামী ২০৩০ থেকে ২০৫২ পর্যন্ত বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রী পর্যন্ত বাড়বে । অতএব আমাদের কাছে সঙ্কট নিয়ে আসছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই ভারতে প্রায় দশ হাজারেরও বেশি স্কুলে এই আহ্বান জানানোর লক্ষ্যে আমরা এগোচ্ছি বলেন প্রদীপ মহাপাত্র ।