
শুভাবরি ওয়েবডেস্ক, ৯ সেপ্টেম্বর, কলকাতা: আজ প্রিয়নাথ মল্লিক রোডে ২২ পল্লী দুর্গা পূজা সমিতি এবং তুনির মুখার্জির যৌথ উদ্যোগে প্রয়াত স্বপনকুমার মুখার্জির ৭০ তম জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় ৭০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদানের অভিনবত্ব ছিল যে প্রতিটি রক্তদাতা এবং অতিথিবর্গকে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি চারা গাছ উপহার হিসাবে হাতে তুলে দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিবেকের কর্ণধার সমাজসেবী কার্তিক ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বুদ্ধদেব মুখার্জি, বিশ্বনাথ চ্যাটার্জী প্রমূখ। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,” আমরা প্রতিনিয়ত ও পরিবেশের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করে যাচ্ছি। কিন্তু আমরা পরিবেশকে কি ফিরিয়ে দিচ্ছি? যেভাবে গাছ কাটা চলছে তাতে পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে ধীরে ধীরে”– তাই আজ উদ্যোক্তাদের এই প্রয়াসকে তিনি সাধুবাদ জানান এবং আগামী প্রজন্মকে বৃক্ষরোপনের দিকে অগ্রসর হতে বলেন।

যার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির সেই তুনির মুখার্জি বলেন প্রয়াত স্বপন কুমার মুখার্জি মানুষের কল্যাণে কাজ করে যেতেন এবং তার এই মহৎ কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্মদিনকেই বেছে নিয়েছেন তারা।

তিনি বলেন, এখানে শুধুমাত্র রক্তদানই নয় তার সাথে চক্ষু পরীক্ষা, সুগার পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং ইসিজি পরীক্ষা সবকিছুই করা হচ্ছে বিনামূল্যে। প্রায় দুইশত জন মানুষ আজ এখানে স্বাস্থ্য পরীক্ষা করান।

আজকের এই রক্তদান এবং চারাগাছ প্রদান করা মানব সমাজের কাছে অন্যতম একটি দৃষ্টান্ত তুলে ধরবে সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা।
