ওয়েব ডেস্ক; ২৮ নভেম্বর: ভারতে হেয়ার স্টাইলিস্টদের এক বিরাট, প্রতিভাবান গোষ্ঠী উপস্থিত, কিন্তু জাতীয় মঞ্চ এবং দক্ষতা বাড়ানোর ব্যাপারে তাদের নাগাল এখনো সীমিত। এই ব্যবধান দূর করতে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের (GCPL) পেশাদার চুলের পরিচর্যা ব্র্যান্ড গোদরেজ প্রোফেশনাল, লঞ্চ করেছে গোদরেজ প্রোফেশনাল স্পটলাইট – হেয়ার স্টাইলিস্টদের জাতীয় মঞ্চে নিজেদের সৃজনশীলতা দেখানোর সুযোগ দেওয়ার এক উদ্যোগ। এই প্রকল্প তিনজন প্রতিভাবান হেয়ার স্টাইলিস্টের প্রতিভাকে স্বীকৃতি দেবে এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত তহবিল জুগিয়ে তাঁদের পেশাগত উচ্চাশা পূরণে সাহায্য করবে।
এন্ট্রিগুলো থেকে ৩০ জন হেয়ার স্টাইলিস্টের প্রাথমিক তালিকা তৈরি করা হবে এবং তাঁদের ডিসেম্বর মাসের গোদরেজ প্রোফেশনাল স্পটলাইট গ্র্যান্ড ফিনালের জন্য মুম্বাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁরা এক গ্র্যান্ড হেয়ার শোয়ের জন্য তাঁদের কিউরেটেড চেহারাগুলো তুলে ধরবেন। তার মধ্যে থেকে জয়ীদের বেছে নেবেন এই শিল্পক্ষেত্রের নেতৃস্থানীয় মানুষদের নিয়ে তৈরি এক জুরি, যার মধ্যে আছেন – ইয়ান্নি সাপাতোরি (ক্রিয়েটিভ ডিরেক্টর – হেয়ার, গোদরেজ প্রোফেশনাল); মণিকা বহল (সিইও অফ বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর স্কিল কাউন্সিল) এবং কণিষ্ক রামচন্দানি (এডিটর, প্রোফেশনাল বিউটি হেয়ারড্রেসার্স জার্নালে ইন্ডিয়া)। প্রথম স্থানাধিকারী পাবেন ৫ লক্ষ টাকার তহবিল এবং একজন সেলিব্রিটির সঙ্গে কাজ করার সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পাবেন যথাক্রমে ২.৫ লক্ষ ও ১.৫ লক্ষ টাকা।
গোদরেজ প্রোফেশনাল স্পটলাইটের অংশ হিসাবে গোদরেজ প্রোফেশনাল, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনেয়রশিপ মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (NCVET)-এর অ্যাওয়ার্ডিং বডি – বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর স্কিল কাউন্সিলের (B&WSSC) সঙ্গে জুটি বেঁধেছে। এই হেয়ারস্টাইলিস্টরা প্রশিক্ষণ পাবেন এবং B&WSSC থেকে সরকার স্বীকৃত সার্টিফিকেট পাবেন।
গোদরেজ প্রোফেশনাল স্পটলাইটকে ইন্ডাস্ট্রি ট্রেড পার্টনার হিসাবে সাহায্য করে বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর স্কিল কাউন্সিল (B&WSSC) আর ট্রেড মিডিয়া পার্টনার হিসাবে সাহায্য করে প্রোফেশনাল বিউটি হেয়ারড্রেসার্স জার্নাল ইন্ডিয়া।
২ ডিসেম্বর পর্যন্ত এন্ট্রি জমা দেওয়া যাবে godrejprofessional(ডট)com/spotlight এ।