শুভাবরি ওয়েবডেস্ক,14জুন, দেবাঞ্জন দাস,কলকাতা: 

পরিবেশ যেভাবে দুষিত হয়ে উঠছে তার অন্যতম ফলস্বরুপ গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তাই পরিবেশকে সুস্থ রাখতে নতুন প্রচেষ্টা গ্রহণ করলো ইন্ডিয়ান ওয়েল । পরিবেশ দূষিত হবার অন্যতম পদার্থ হলো সালফার । সেই কম সালফার যুক্ত BS VI  পেট্রল বাজারে আনতে চলেছে চলেছে আগামী  ১ এপ্রিল ২০২০তে।  বর্তমানে পেট্রল পাম্পে যে তেল ব্যবহার হচ্ছে তা হলো BS IV । এখনকার তেলে সালফারের পরিমাণ 50 ppm। কিন্তু BS VI এ সালফার রয়েছে 10 ppm।

এছাড়া পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের সমস্ত পেট্রল পাম্পে সোলার প্যানেল লাগানোর পরিকল্পনাও আছে তাদের। বর্তমানে ৭০০ টি পাম্পে এটি লাগানো সম্পূর্ণ হয়েছে। এই বছর আরও ৩০০ টি পাম্পে সোলার প্যানেল  লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের। সংস্থার দাবী এই সোলার প্যানেল থেকে প্রতি মাসে ২.৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। 

সংস্থার সি এস আর ফান্ডের সাহায্যে স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, গ্রামীন ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ করবেন তারা। এই পরিবেশ বান্ধব প্রকল্পের কথা জানলেন ইন্ডিয়ান অয়েলের পশ্চিমবঙ্গের EXE DIRECTOR (WB) পৃথিষ ভারত । এছাড়া উপস্থিত ছিলেন পুর্ব ভারতের ডি জি এম অরূপ দাস।