করোনা বৃদ্ধির জেরে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে গত ৩ জানুয়ারি থেকে। সেই বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বড় যাতায়াতের মাধ্যম লোকাল ট্রেন চলাচল কিছুটা প্রভাবিত হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যে সাতটার পর কোন লোকাল ট্রেন চলবে না। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা করা হয় । নিত্যযাত্রীদের একাংশের দাবি বেশিরভাগ নিত্যযাত্রী কিভাবে সাতটার মধ্যে লোকাল ট্রেন ধরবে। যেহেতু অনেকের অফিস ৭ টার পরেও ছুটি হয় তাই তারা লোকাল ট্রেন ধরার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।
সেই নির্দেশিকা কে কিছুটা বদল করা হলো। নতুন নির্দেশিকা অনুযায়ী শেষ লোকাল ট্রেন পরিষেবা সন্ধ্যে সাতটার পরিবর্তে রাত দশটা পর্যন্ত পাওয়া যাবে। এর ফলে বহু নিত্যযাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া সরকারি এবং বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ চালবে সেক্ষেত্রে মেট্রোরেল এবং লোকাল ট্রেনে ভিড় কিছুটা হলেও কমবে বলে মনে করছে নিত্যযাত্রীদের একাংশ।

কিন্তু নির্দেশিকা অনুযায়ী ৫০% যাত্রী নিয়ে কিভাবে মেট্রো কিংবা লোকাল ট্রেন চলবে তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।