শুভাবরি ওয়েবডেস্ক, ২৯ জুলাই, কলকাতাঃ

রাহুলদেব বর্মণ, নামটা শুনলেই যে গানটার কথা আমাদের আগে মনে আসে সেটা হল “ ফিরে এসো অনুরাধা।” ‘আমরা গানের ফেরিওয়ালা ‘-র উদ্যোগে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন অডিটোরিয়াম –এ অনুষ্ঠিত হল রাহুলদেব বর্মণের ৮০ তম জন্মবার্ষিকীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। যার নেপথ্যে ছিলেন শুভলক্ষী দে এবং রত্নেন্দ্র ভাদুরি, এটি দ্বীতিয় বছর । শুভলক্ষী নিজে একজন শিল্পী, তাই তিনি বরাবরই চেষ্টা করে এসেছেন নতুন শিল্পীদের সুযোগ দেওয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেক এর কর্ণধার কর্তিক ব্যানার্জি। শোনা যাক শুভলক্ষীর একান্ত সাক্ষাৎকারঃ

https://youtu.be/LnuBxncdfEI