শুভাবরি ওয়েবডেস্ক, ২৪জুলাই,দেবাঞ্জন দাস,কলকাতা : যাদবপুর টালিগঞ্জের বাসিন্দাদের জন্য খুশির খবর দিলেন কলকাতার মহানাগরিক। বরো ১০ ১১ ১২ নং বরোর জন্য পানীয় জলের সমস্যার জন্য গড়িয়ার ঢালাই ব্রিজের কাছে পানীয় জলের ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে। আজ কলকাতা পৌরসভার মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র। শুনে নেব সবিস্তারে মহানাগরিক কি বললেন:

https://youtu.be/JvWO0Cko8Ew