বিবাহ বিচ্ছেদের ফলে একটি শিশুর কেমন মানসিক অবস্থা হয় তেমনি একটি বিষয়ে স্বল্প দৈর্ঘের সিনেমার প্রোমো উদ্বোধন করলেন “নেশন ২৪” সংবাদ মাধ্যমের সম্পাদক নিরজ জী। এই সিনেমার মিডিয়া পার্টনার ও “নেশন ২৪”। ফিল্ম ফেষ্টিভেলে এই ছবিটি দেখা যাবে বলে জানালেন পরিচালক ডা. চন্দ্রগুপ্ত। এ ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংগীত রচনা করেছেন পরিচালক নিজে। কন্ঠে সুমন রুজ। সম্পাদনা: অভিজিৎ পোদ্দার। অভিনয়ে: শুভজিৎ চৌধুরী, দীপান্বিতা বোস ও আরাধ্যা দাস। সহকারী পরিচালক : অভিজিৎ সাহা ও দেবাঞ্জন দাস। হুগলী জেলার রিষড়াতে চিত্রগ্রহন হয়েছে বলে জানান পরিচালক। প্রযোজনা: শুভাবরি।