শুভাবরি ওয়েবডেক্স, ১৯ জানুয়ারী, কলকাতাঃ আগামী ২০থেকে ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে ৮ম আন্তর্জাতিক শিশু কিশোর চলচিত্র উৎসব। ৩৫ টি দেশ, ২০০টিরও বেশি সিনেমা থাকবে এই উৎসবে।

কলকাতার ৮ টি প্রেক্ষাগৃহে যেমন নন্দন১ ২ ৩, স্টার থিয়েটার, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, অহিন্দ্র মঞ্চ, রবীন্দ্র তিরথ, রবীন্দ্র ওকাকুরা তে এই উৎসব চলবে।গগনেন্দ্র প্রদর্শনশালা এবং রবীন্দ্র ওকাকুরা ভবনে থাকছে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা। সঙ্গে থাকবে রকমারি স্টল এবং বইয়ের সম্ভার।
সব মিলিয়ে এই ৮ দিন এখানে কচিকাঁচাদের ভিড় চোখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

রবীন্দ্র সদন থেকে আমাদের প্রতিনিধি:

https://youtu.be/8EiOCMsCuIw