সামাজিক কর্মসুচীর অঙ্গ হিসাবে শুভাবরি মাসিক পত্রিকা আগামি ২৩ জানুয়ারী দঃ ২৪ পরগনার নালন্দা স্কুলের ৯জন ছাত্রছাত্রীদের সম্মান জানাবে। গত বছর ২০ জন ছাত্রছাত্রীকে একই ভাবে সম্মান জানানো হয়েছিল। নালন্দা স্কুলের এই ছাত্রছাত্রীরা রাজ্যস্তরে বৃত্তি লাভ করেছে গত বছর। এই সম্মান তাদের প্রাপ্য বলে মনে করেন শুভাবরি র উপদেষ্টা ডঃ লিপি ঘোষ। তিনি নিজেও এমন বহু সামাজিক কর্মযজ্ঞে জরিত। তিনি আশা প্রকাশ করেছেন যে শুভাবরি এই প্রয়াসে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করবেন।