ওয়েব ডেস্ক ; কলকাতা, ১৮ সেপ্টেম্বর: সিটি অফ জয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস-টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা হোস্ট করতে চলেছে । বিশ্বের সবচেয়ে ধনী 25K, USD 142,214 এর প্রাইজমানি সহ, রেড রোডে 15 ডিসেম্বর, রবিবার অপেশাদারদের পাশাপাশি কিছু দ্রুততম ক্রীড়াবিদদের দেখা যাবে।
Procam ইন্টারন্যাশনাল, ঘোষণা করেছে যে Tata Steel World 25K কলকাতা অন-গ্রাউন্ড এবং ভার্চুয়াল রানের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে 19 সেপ্টেম্বর , সকাল 7:00 থেকে https://tatasteelworld25k.procam.in/-এ
এদিন নতুন লোগো সহ দিন ঘোষণায় উপস্থিত ছিলেন, চাণক্য চৌধুরী – কর্পোরেট সার্ভিসেস ভিপি টাটা স্টিল; প্রোক্যাম ইন্টারন্যাশনালের জয়েন্ট এমডি বিবেক সিং; অভিনেত্রী কৌশানী মুখার্জি প্রমুখ।