প্রায় দুই বছর হতে চলল রাজ্যের স্কুল-কলেজ বন্ধ। গতবছর মার্চ মাস থেকে করোনার প্রকোপ যখন রীতিমতন খুব বেশি ছিল তখন থেকেই রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার। পুজোর আগে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কালী পূজার ছুটির পর রাজ্যের স্কুল কলেজ খোলার চিন্তাভাবনা করা হবে। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে তিনি জানান আগামী ১৫ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ খোলা হবে।
প্রশাসনিক বৈঠক থেকে তিনি মুখ্যসচিবকে নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের ভেতর স্কুল-কলেজ পরিষ্কার এবং তার সাথে স্যানিটাইজেশন এর কাজ শেষ করতে হবে এবং তারপরেই খোলা হবে স্কুল ও কলেজ। উল্লেখ্য প্রথমদিকে ১৫ই নভেম্বর স্কুল কলেজ খোলার দিন ঘোষণা করা হলেও ঐদিন বিরসা মুন্ডার জন্মদিন থাকায় একদিন পিছিয়ে অর্থাৎ ১৬ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল ও কলেজ খোলার কথা জানানো হয়েছে নবান্ন সূত্রে।
কিন্তু স্কুল খোলার পর কিভাবে এবং কোন কোন ক্লাস আগে খুলবে তার কোন পর্যন্ত জানা যায় নি।