শুভাবরি ওয়েবডেক্স, ৩ জানুয়ারী ২০১৯, কলকাতা: ৭ম বছরে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ যুব মেলা। ঐতিহ্যশালী বিজয়গড় (যাদবপুর) মাঠে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন । কারন বছরের শুরুতে এই মেলা সংস্কৃতির পীঠস্থানকে আরোও মহিমান্বিত করে তুলেছে। মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের সৌজন্যে সেজে উঠেছে বিজয়গড় । তার সাথে সমাজকর্মী ও সংস্কৃতি মনস্ক রাম পালের উদ্যোগে এই কর্মযজ্ঞ বিজয়গড়ের মানুষকে আপ্লুত করেছে । জানালেন পথচলতি মানুষজন। মেলার সাথে এলাকাবাসীর উপরি পাওনা সাংস্কৃতিক অনুষ্ঠান ।