ওয়েব ডেস্ক; ১৬ অক্টোবর : ভারতের তরুণতম অত্যাধুনিক সুসংহত ইস্পাত কারখানা এনএমডিসি স্টিল লিমিটেড (এনএসএল) এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। দেশের মধ্যে প্রথম কোম্পানি হিসেবে পেয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আইএস লাইসেন্স। পাইপলাইন ট্রান্সপোর্টেশন ব্যবস্থার জন্য ওয়েল্ডেড স্টিল পাইপ তৈরি করতে হট রোল্ড স্টিল স্ট্রিপ শিট এবং প্লেট ব্যবহার করার জন্য।

রায়পুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে রায়পুরের বিআইএস আয়োজিত বিশ্ব মানক দিবস উদযাপন অনুষ্ঠানে এই শংসাপত্র প্রদান করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস।

পুরস্কারটি গ্রহণ করেন এনএমডিসি স্টিলের চিফ জেনারেল ম্যানেজার (স্টিল) অমৃত নারায়ণ। পুরস্কার প্রদান করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই। উপস্থিত ছিলেন খাদ্য ও গণসরবরাহ মন্ত্রী দয়ালদাস বাঘেল, বিআইএস-এর অধিকর্তা ও প্রধান এস কে গুপ্তা।

এনএমডিসি স্টিলের সিএমডি অমিতাভ মুখার্জী বলেন, “ভারতে প্রথম এই বিআইএস লাইসেন্স পেয়ে আমরা গর্বিত। উৎকর্ষের প্রতি আমাদের নিষ্ঠা এবং ভারতের শিল্পের মান ও পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের অবদানের এটা স্বীকৃতি।”