ওয়েব ডেস্ক ; ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মা কে নাম’ প্রচারাভিযানের সূচনা করেছিলেন। প্রকৃতি মা-কে রক্ষা করতে এবং আমাদের পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে সুস্থিত জীবনশৈলী গ্রহণের আহ্বান জানিয়েছিলেন তিনি। এতে অনুপ্রাণিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির সূচনা করে। এপর্যন্ত দেশজুড়ে মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন শহুরে ও গ্রামীণ এলাকায় প্রায় ৭ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা পক্ষ চলার সময় চারা রোপণের কর্মসূচি আরও জোরদার করা হয়। এই কর্মসূচি মায়ের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রকৃতি মা-কে রক্ষা করার অঙ্গীকারের প্রতীক।
নতুন দিল্লিতে আকাশবাণী চত্ত্বরে চারা গাছ রোপণ, আইজলে দূরদর্শন কেন্দ্রে চারা গাছ রোপণ, বেঙ্গালুরুতে দূরদর্শন কেন্দ্রে চারা গাছ রোপণ, তিরুবনন্তপুরমে দূরদর্শন কেন্দ্রে চারা গাছ রোপণ, চন্ডীগড়ে দূরদর্শন কেন্দ্রে চারা গাছ রোপণ, ভূবনেশ্বরে দূরদর্শন কেন্দ্রে চারা গাছ রোপণ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু তাঁর বাড়িতে চারা গাছ রোপণ করছেন। পাশে রয়েছেন তাঁর মা।