ওয়েব ডেস্ক; ১০ মে: কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী, প্রহ্লাদ যোশী জোর দিয়ে বলেছেন যে দেশে অত্যাবশ্যকীয় পণ্যের কোনও ঘাটতি নেই।
তিনি বলেন, “আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে বর্তমানে আমাদের কাছে স্বাভাবিক চাহিদার চেয়ে বহুগুণ বেশি মজুত রয়েছে—সেটা চাল, গম, অথবা ছোলা, মাসকলাই, মসুর বা মুগের মতো ডালই হোক না কেন। একেবারেই কোনও ঘাটতি নেই, এবং নাগরিকদের আতঙ্কিত না হওয়ার বা খাদ্যশস্য কিনতে বাজারে ছুটে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে” ।

কেন্দ্রীয় মন্ত্রী জনগণকে কোনরকম বিভ্রান্তিকর প্রতিবেদনের শিকার না হওয়ার জন্য দৃঢ়ভাবে সতর্ক করেছেন। টুইটে তিনি বলেন, “দেশে খাদ্য মজুত সম্পর্কিত গুজবে বিশ্বাস করবেন না। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে, যা প্রয়োজনের চাইতেও বেশি। এই ধরণের বার্তায় কান দেবেন না। যেসব ব্যবসায়ী, পাইকারী বিক্রেতা, খুচরা বিক্রেতা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী, তাঁদের আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি বা মজুতদারিতে লিপ্ত যে কোনও ব্যক্তির বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় পণ্য আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *