ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
সীমান্তকে সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে, সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান, পাচার এবং অপরাধীদের গতিবিধি আটকানো সম্ভব হয়। বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, সীমান্তে বেড়া সহ সুরক্ষা সম্পর্কিত সবক্ষেত্রেই ভারত যাবতীয় প্রথা মেনে চলছে। দু’দেশের সরকার এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ডসের মধ্যে যাবতীয় চুক্তিও অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। ভারত সরকার আশা করে যে, বাংলাদেশ তার আগেকার সব অঙ্গীকার মেনে চলবে এবং আন্তঃ-সীমান্ত অপরাধের মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গী গ্রহণ করবে।
ভারত – বাংলাদেশ সীমান্তে ৮৬৪.৪৮২ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয়। যেসব এলাকায় বেড়া দেওয়া সম্ভব সেখানেও জমি অধিগ্রহণ, বর্ডার গার্ডস বাংলাদেশের আপত্তি, সীমিত কাজের সময়, ভূমিধ্বসের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছেন।