ওয়েব ডেস্ক; ৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় সারা দেশে ‘গুরু-শিষ্য পরম্পরার প্রসারে আর্থিক সহায়তা’ শীর্ষক একটি কর্মসূচি রূপায়িত হয়ে চলেছে। এর মাধ্যমে সঙ্গীত, নৃত্য, নাটক, লোক সংস্কৃতির সঙ্গে জড়িত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে গুরুদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

ইচ্ছুক সংগঠনগুলিকে প্রতি বছর আবেদন জানাতে হয় এজন্য। তা খতিয়ে দেখে সুপারিশ করে মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। তালিকাভুক্ত সংস্থাগুলির অনুমোদন পুনর্নবীকরণের পাশাপাশি নতুন সংস্থারও আবেদন গ্রহণ করা হয়। তিন বছর বয়সী শিশুরাও এই প্রকল্পের আওতায় আসতে পারে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

এই প্রকল্পে গুরু বা শিক্ষকপ্রতি মাসে ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ কিংবা তার বেশি হলে মাসে ১০,০০০ টাকা, ১২ থেকে ১৮ বছরের মধ্যে হলে মাসে ৭,৫০০ টাকা, ৬ থেকে ১২ বছরের মধ্যে হলে মাসে ৩,৫০০ টাকা দেওয়া হয়। ৩ থেকে ৬ বছরের শিশুদের ক্ষেত্রে প্রতি মাসে দেওয়া হয় ২,০০০ টাকা করে।

প্রকল্পটির আওতায় ২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের ২৩১ জন গুরু এবং ১,৭৮১ জন শিক্ষার্থী নথিভুক্ত ছিলেন। ২০২২-২৩-এ এই সংখ্যা ছিল ৩৪৮ এবং ১,৯৯১। ২০২৩-২৪-এ রাজ্যের ৩৩১ জন গুরু এবং ১,৭৩০ জন শিক্ষার্থী ছিলেন এই প্রকল্পের আওতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *