ওয়েব ডেস্ক; ৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট পেশ করতে গিয়ে বলেন, গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা ১.৫ লক্ষ ডাক ঘর, সেই সঙ্গে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং ২.৪ লক্ষ ডাক সেবকের মাধ্যমে গ্রামের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করে তোলা হবে। এই লক্ষ্যে তিনি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে গ্রামীণ কমিউনিটি হাব, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট পরিষেবা, ডিবিটি ব্যবস্থা, ক্ষুদ্র সংস্থাগুলির জন্য ঋণ পরিষেবা, বিমা এবং ডিজিটাল পরিষেবা।
সীতারমন বলেন, ভারতীয় ডাককে একটি বড় লজিস্টিক সংস্থা হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে বিশ্বকর্মার চাহিদা মেটানো, নতুন শিল্পোদ্যোগী তৈরি করা, মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভর গোষ্ঠী, এমএসএমই এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির চাহিদা মেটানো সম্ভব হবে।