ওয়েব ডেস্ক ; ২০ জানুয়ারি : রেল, তথ্য ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাভোসে বিশ্ব আর্থিক ফোরাম ২০২৫-এ যোগ দেবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং রূপান্তরমূলক বিকাশের ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরবেন।
দাভোসে যাওয়ার আগে মন্ত্রী সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে ভারতের উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর জোর দিয়েছেন, যা সমাজে একেবারে নিম্নস্তরের মানুষের জীবনে উন্নতি ঘটাচ্ছে। সেই সঙ্গে শৌচালয়, গ্যাস সংযোগ, নলবাহিত জল সংযোগ এবং গ্রাম ও শহরের পরিকাঠামোগত উন্নতির কথা তুলে ধরবেন, যা বিশ্ব জানতে চায়।”
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবারের বিশ্ব আর্থিক ফোরামে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি, সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ এবং ডিজিটাল পরিকাঠামো নিয়ে আলোচনা হবে। বিশ্ব আর্থিক ফোরাম ২০২৫-এ ভারতের অংশগ্রহণের লক্ষ্য হল, পারস্পরিক অংশীদারিত্বকে মজবুত করা, বিনিয়োগ টানা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ও ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় ভারতকে তুলে ধরা।