ওয়েব ডেস্ক; ১৮ জানুয়ারি : দেশজুড়ে টেলিকমের সুযোগ, সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আজ একপ্রস্ত জনমুখী উদ্যোগের সূচনা করলেন। চালু করা হল, সঞ্চার সাথী মোবাইল, ন্যাশনাল ব্রডব্যাণ্ড মিশন ২.০ এবং এছাড়া আন্তঃ সার্কেল রোমিং সুবিধা সম্পন্ন ডিবিএন ফান্ডেড ফোর-জি মোবাইল সাইটের উদ্বোধন করা হল।
সঞ্চারসাথী মোবাইল অ্যাপ একটি ব্যবহার-বান্ধব মঞ্চ যা টেলিকম সুরক্ষাকে শক্তিশালী করবে এবং নাগরিকদের ক্ষমতায়ন ঘটাবে। এটি চালু করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে নানা সুযোগ পাওয়া যাবে তাই নয়, ব্যবহারকারীদের জন্য সুরক্ষিত বাতাবরণও তৈরি হবে। সঞ্চারসাথী অ্যাপ প্রত্যেক ব্যবহারকারীর জন্য নিরাপত্তা, সুরক্ষা এবং বিশ্বাসযোগ্যতার প্রতিশ্রুতিসম্পন্ন। এই সঞ্চারসাথী মোবাইল অ্যাপটি অ্যানড্রয়েড এবং আইওএস উভয় মঞ্চে পাওয়া যাবে। দেশে ৯০ কোটি স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য সঞ্চারসাথী মোবাইল অ্যাপ স্মার্ট ফোনে আঙুলের ডগায় যাবতীয় গুরুত্বপূর্ণ পরিষেবার সুযোগ পৌঁছে দেবে।
ন্যাশনাল ব্রডব্যাণ্ড মিশন ২.০-র ভিশন ডকুমেন্টের উন্মোচন করে শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এনবিএম ১.০ সাফল্যের ওপর ভিত্তি করেই এনবিএম ২.০ গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, ব্রডব্যাণ্ড সাবস্ক্রিপশন ৬৬ কোটি থেকে বর্তমানে ৯৪ কোটিতে পৌঁছেছে। পরিষেবা আরও প্রসারিত করার দিকে তাকিয়েই এনবিএম ২.০-র সূচনা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, টেলিকম এবং ডিজিটাল উভয় ক্ষেত্রেই ভারত এখন বিশ্ব নেতৃত্বের স্তরে পৌঁছেছে। ৫৩ কোটিরও বেশি ভারতীয় বর্তমানে ইলেকট্রনিক ব্যাঙ্কিং-এর সঙ্গে যুক্ত। ইউপিআই-এর মাধ্যমে ২৪৭ লক্ষ কোটি টাকার গতবছর লেনদেন হয়েছে বলে জানান তিনি।
জাতীয় ব্রডব্যাণ্ড মিশনের লক্ষ্যকে প্রসারিত করার দিকে তাকিয়ে এনবিএম ২.০ দেশের উচ্চাকাঙ্খী মাইলফলককে স্পর্শ করতে অবশিষ্ট ১ লক্ষ ৭০ হাজার গ্রামে সংযোগ গড়ে তুলবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল, ১০০-র মধ্যে ৬০টি গ্রামীণ পরিবারের কাছে ব্রডব্যাণ্ড সংযোগের সুযোগ এনে দেওয়া।