ওয়েব ডেস্ক ; ৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সীডস্ কর্পোরেশন লিমিটেড (এনএসসি) ২০২৩-২৪ আর্থিক বছরে চূড়ান্ত লভ্যাংশ ৩৫.৩০ কোটি টাকা ঘোষণা করেছে। এ পর্যন্ত কোম্পানীর তরফে ঘোষিত এটি সর্বোচ্চ লভ্যাংশ।
কোম্পানীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডায়রেক্টর ডঃ মনিন্দর কৌর দ্বিবেদী নতুন দিল্লির কৃষি ভবনে আজ এক অনুষ্ঠানে এই লভ্যাংশের চেক কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের হাতে তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রকের সচিব শ্রী দেবেশ চতুর্বেদী, মন্ত্রকের শস্যবীজ বিভাগের যুগ্মসচিব অজিত কুমার সাহু এবং সংস্থার পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনএসসি ভারত সরকারের তফশিল-বি এর আওতাভুক্ত মিনিরত্ন শ্রেণীর প্রথমসারির সংস্থা। দেশে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এনএসসি প্রত্যয়িত শস্য বীজ উৎপাদন ও বিতরণের সঙ্গে যুক্ত। ২০২৩-২৪ অর্থবর্ষে এনএসসি’র আর্থিক সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরে পরিচালন আয় ১০৭৮.২৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ এ দাঁড়িয়েছে ১১৪৩.২৬ কোটি টাকায়। কোম্পানীর মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর জমা পূর্ব মুনাফা ৬৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬.৮১ কোটি টাকায় দাঁড়ায় এবং কর প্রদানের পর এ পর্যন্ত সর্বাধিক মুনাফা ৩৮.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৩.৬৪ কোটি টাকায়।
এই সংস্থা ক্রমাগতই বাজারে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে। ৯৯২টি নতুন ডিলার নিয়োগের পর কোম্পানীর মোট ডিলার সংখ্যা ৪ হাজার ৬৬৫। এছাড়াও, কোম্পানী ২ হাজার ১২৬টি এফপিও, পিএসি এবং এলএএমপি নিয়োগ করেছে।
পরিকাঠামোগত উন্নতিসাধনের ফলে সংস্থার বীজ প্রক্রিয়াকরণ দক্ষতা ২৫.৬৭ লক্ষ ক্যুইন্টাল বৃদ্ধি পেয়েছে। সরকারের কৃষি উদ্যোগে এই সংস্থার উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকার ও ডিলারকে তারা শস্যবীজ সরবরাহ করে। এছাড়াও, ওএনডিসি মঞ্চ মারফৎ অনলাইনেও শস্যবীজ বিক্রিও করা হয়। ৩০টিরও বেশি ওএনডিসি অ্যাপে এনএসসি’র শস্য বীজ এবং চারা বপণ সংক্রান্ত তথ্য সন্ধান করার পাশাপাশি অনলাইন মারফৎ অর্ডার করারও সংস্থান রয়েছে।