ওয়েব ডেস্ক; ১১ মে :বুদ্ধ পূর্ণিমায় কিছুটা কমবে মেট্রো পরিষেবা। ব্লু লাইন: ১২ মে (সোমবার) বুদ্ধ পূর্ণিমায় ছুটির দিন হওয়ায় মেট্রো ২৬২টি পরিষেবার পরিবর্তে ব্লু লাইনে ২৩৬টি পরিষেবা চালাবে।

ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে যথারীতি রাত ১০:৪০ টায় পাওয়া যাবে।

গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *