ওয়েব ডেস্ক; ১৪ আগস্ট : মেট্রো উত্তর-দক্ষিণ মেট্রোতে (ব্লু লাইন) ১৫ আগস্ট (মঙ্গলবার) ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে ২৮৮ টি দৈনিক পরিষেবার পরিবর্তে মোট ১৮৮টি পরিষেবা চালাবে৷

অন্যদিকে ১০৬টি দৈনিক পরিষেবার পরিবর্তে পূর্ব-পশ্চিম মেট্রোতে (গ্রিন লাইন) মোট ৯০ টি পরিষেবা চালাবে।

প্রথম পরিষেবা ও শেষ পরিষেবার কোনো পরিবর্তন নেই।

পার্পেল লাইনে জোকা-তারাতলা ওই দিন কোনও পরিষেবা পাওয়া যাবে না।