ওয়েব ডেস্ক; ৫ এপ্রিল : বিশ্বের বৃহত্তম সমাবেশ মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হল ২০২৫-এর ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই মেলার গুরুত্ব অনেকখানি।

এই অনন্য সমাবেশের শৈল্পিক অভিব্যক্তি প্রকাশে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করে তুলতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন স্কুলগুলির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগির সংখ্যা ছিল ৩৯,৮৪০। তার ফল প্রকাশ হয়েছে ২০২৫-এর ২৪ মার্চ। পুরস্কার দেওয়া হয়েছে দুটি বিভাগে- ড্রয়িং এবং পেন্টিং। ড্রয়িং বিভাগে প্রথম হয়েছে রাজস্থানের বিবেক শর্মা। দ্বিতীয় হয়েছে ওই রাজ্যেরই লক্ষ্যরাজ জরওয়াজ। তৃতীয় হয়েছে উত্তরপ্রদেশের অভনিশ নন্দ। পেন্টিং বিভাগে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গের বিন্নাগুড়ির কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী লাবণ্য ঠাকুর। দ্বিতীয় হয়েছে উত্তরপ্রদেশের মায়ার গোদওয়াজ। তৃতীয় হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূমের অনুষ্কা দাস।

দুটি বিভাগেই প্রথম পুরস্কার বিজয়ীরা ১৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ১০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীরা ৭,০০০ টাকা করে পাবে। এছাড়াও শংসাপত্র দেওয়া হবে অবশ্যই।

ড্রয়িং বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছে ১০ জন। এর মধ্যে ৪ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার খুশি কুমারী। পেন্টিং বিভাগেও ১০ জন সান্ত্বনা পুরস্কার পাচ্ছে। এক্ষেত্রে ৬ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের ঈশান পোদ্দার। সান্ত্বনা পুরস্কারপ্রাপকদের উপহার এবং শংসাপত্র দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *