ওয়েব ডেস্ক; কলকাতা, ৩১ মার্চ : শিপরকেট কলকাতায় লঞ্চ করেছে অর্ডার দেওয়ার দিনেই ডেলিভারি (SDD)। এর ফলে ভারতের প্রত্যেক বিক্রেতা এন্টারপ্রাইজের মানের, দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। প্রথাগতভাবে, দ্রুত ডেলিভারি এমন এক বিলাস হয়ে আছে যা শুধুমাত্র বড় ই-কমার্স ব্র্যান্ডগুলোর পক্ষেই দেওয়া সম্ভব। শিপরকেট দ্রুত গতির ডেলিভারির গণতন্ত্রীকরণ করে এই ব্যাপারটা বদলে দিচ্ছে। এতে এমএসএমইগুলোর দ্রুততর ডেলিভারি দেওয়া এবং প্রতিযোগিতায় থাকা নিশ্চিত করা যাচ্ছে। এই পরিষেবা ইতিমধ্যেই দিল্লি এনসিআর, মুম্বাই, বেঙ্গালুরু আর হায়দরাবাদে চালু হয়ে গেছে।
ই-কমার্স ক্রমশ ক্রেতাদের ডেলিভারির গতিভিত্তিক প্রত্যাশা পূরণের উপর জোর দিচ্ছে। এ অবস্থায় যে ব্যবসায়ী দ্রুত ডেলিভারি দিতে পারেন তিনিই বেশি ব্যবসা করতে পারবেন এবং বেশি সংখ্যক ক্রেতাকে ধরে রাখতে পারবেন। এক বাজারের তথ্য পূর্বানুমান রিপোর্ট বলছে, ভারতের অর্ডারের দিনেই ডেলিভারির বাজার ২০২৮ সালের মধ্যে ২৩.৬% CAGR-এ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। শিপরকেট এই রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে তার প্রযুক্তিচালিত প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এবং নানারকম বিক্রেতাদের হাতে দ্রুত ব্যবসা করার ক্ষমতা তুলে দিতে কৌশলগত কুরিয়ার পার্টনারশিপ তৈরি করে।
কলকাতার ই-কমার্স বাস্তুতন্ত্রে গতিকে প্রতিযোগিতামূলক সুবিধা হিসাবে নিয়ে আসা
কলকাতা এক প্রবল সম্ভাবনাময় ই-কমার্স হাব হিসাবে উঠে আসছে, যেখানে গড় অর্ডারের মূল্য ১,৫০০/- টাকা। এই শহরের সবচেয়ে বেশি বিক্রির তিনটে বিভাগ হল বিউটি অ্যান্ড গ্রুমিং, ক্লোদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ আর গয়না। শিপরকেটের সেম ডে ডেলিভারি ইতিমধ্যেই ব্যাপারস্যাপার আমূল বদলে দিয়েছে। বাটা, মামাআর্থ, হাইডসাইন, খাদিম, মোচি আর ওয়াইল্ডক্রাফট নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে একে কাজে লাগাচ্ছে। SDD কলকাতার বিক্রেতাদের ক্রেতাসন্তুষ্টি বাড়ানোর, একই ক্রেতার সঙ্গে বারবার ব্যবসা করার অভ্যাস চালু করার এবং ব্যবসাকে বড় করার এক শক্তিশালী হাতিয়ার দিয়েছে।
প্রধান সুবিধার তালিকা:
শিপরকেটের সেম ডে ডেলিভারি বিভিন্নরকম ব্যবসায়িক মডেলের কাজে লাগার জন্যে তৈরি একাধিক সমাধান জোগায়:
সেম ডে ডেলিভারি: একজন ব্যবসায়ীর কাছ থেকে বেলা ১২টা থেকে ১টার মধ্যে তুলে নেওয়া অর্ডারের জিনিস সেইদিনই ডেলিভারি দেওয়া হবে।
বেলা ৩টেয় পিক আপ/হাফ ডে ডেলিভারি: বিক্রেতার কাছ থেকে বা তার গুদাম থেকে বেলা ৩টের মধ্যে তুলে নেওয়া অর্ডারের জিনিস কুরিয়ার পার্টনার PICO-র মাধ্যমে সেইদিনই ডেলিভারি দেওয়া হবে।
স্টোরি পিক আপ/মল পিক আপ: অমনি-চ্যানেল ব্র্যান্ডগুলোর জন্য ডিজাইন করা এই পরিষেবা শপিং মলের ভিতরের দোকানগুলোকে সরবরাহ কেন্দ্র হিসাবে কাজ করার ক্ষমতা দেয়। বেলা ২টো-৩টের মধ্যে তোলা অর্ডার একই দিনে ডেলিভারি দেওয়া হবে। বাটা আর খাদিম এই মুহূর্তে অবনী রিভারসাইড মল আর সিটি সেন্টার ১ মল থেকে এই পরিষেবা ব্যবহার করছে। অ্যাক্রোপোলিস মল, মানি স্কোয়্যার, মেট্রোপোলিস মল, কোয়েস্ট মল ও সাউথ সিটি মলে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।