ওয়েব ডেস্ক; ১৪ মার্চ : ২১.০২.২০২৪ – এর বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ(এফডিআই) সংশোধন অনুমোদন করেছে। এই অনুমোদন মোতাবেক অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক দফতর ১৬.০৪.২০২৪-এ রাজপত্রে বিজ্ঞপ্তি জারি করেছে। উপগ্রহ নির্মাণ এবং কার্যকর করতে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ করা যাবে। তার মধ্যে ৭৪ শতাংশের পর সরকারের অনুমতি লাগবে। উৎক্ষেপণ যান এবং সংশ্লিষ্ট ব্যবস্থা বা উপব্যবস্থাতেও ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ করা যাবে। তার মধ্যে ৪৯ শতাংশের পর সরকারি অনুমোদন লাগবে। উপাদান এবং উপকরণ নির্মাণে ১০০ শতাংশই সরাসরি প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ করা যাবে।
গগনযান কর্মসূচিতে মহাকাশ যানের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। মহাকাশচারীদের সুরক্ষা ব্যবস্থা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। গগনযাত্রীদের ৩ টির মধ্যে ২ টি সেমেস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গগনযানের মোট খরচ ২০ হাজার ১৯৩ কোটি টাকা ধরা হয়েছে।
লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতর, পারমাণবিক শক্তি, মহাকাশ দফতরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।