শুভাবরি ওয়েব ডেস্ক, ১ এপ্রিল , কলকাতা :
আজ আইএনটিইউসি সেবাদল আচার্য জগদীশচন্দ্র বোস রোড থেকে বেল ভিউ নার্সিং হোম অবধি চিকিৎসার সময় স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ না করার প্রতিবাদে একটি মিছিল করে।

আইএনটিইউসি নেতা কামরুজ্জামান কামার এর নেতৃত্বে আসা এই মিছিল নার্সিংহোমের গেটে একটি প্রতিবাদ সভা আয়োজন করে।

কামরুজ্জামান সহ উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজ্য সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দিচ্ছে যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতে হয়। দাবি করা হয়েছে যে বেলভিউ হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা প্রদান করছে না। কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে নীরব।

বেল ভিউ নার্সিং হোমের প্রধান ফটকে প্রতিবাদের অংশ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডের প্রতিলিপি পুড়িয়ে ফেলা হয়।

পথসভার শেষে আইএনটিইউসি সেবাদলের কামরুজ্জামান কামারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বেল ভিউ নার্সিং হোমের ব্যবস্থাপনার সাথে তাদের অভিযোগ জানাতে দেখা করেন। কিন্তু কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে তাদের দাবির বিষয়ে কোনও ইতিবাচক আশ্বাস দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *