ওয়েব ডেস্ক ; ১১ এপ্রিল : “এক রাজ্য, এক আরআরবি”, এই নীতিকে সামনে রেখে ২৬টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (আরআরবি) একত্রীকরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করেছে আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তর (ডিএফএস)। আরআরবি’র একত্রীকরণের এটি হ’ল চতুর্থ পর্যায়।

আরআরবি-গুলির কাজকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০২৪ সালের নভেম্বরে একত্রীকরণের প্রক্রিয়া শুরু করে অর্থ মন্ত্রক। ১০টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের আরআরবি-গুলির একত্রীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে ২৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৩টি আরআরবি সক্রিয় রয়েছে। একত্রীকরণের পর ২৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭০০টি জেলায় ২২ হাজারেরও বেশি শাখা কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *