ওয়েব ডেস্ক; ১৩ মার্চ : গত ১৫ মার্চ ২০২৫ থেকে পদ্ম পুরস্কার ২০২৬-এর জন্য মনোনয়ন/ সুপারিশ শুরু হয়েছে। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত এই মনোনয়ন দাখিল করা যাবে। শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে অনলাইনে মনোনয়ন/সুপারিশ গ্রহণ করা হবে।

২০২৬-এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। পদ্ম পুরস্কারের মধ্যে রয়েছে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, মেডিসিন, সমাজ সেবা, বিজ্ঞান ও কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য সাধারণ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তি, চিকিৎসক এবং বিজ্ঞানী সহ সরকারি চাকরিতে নিযুক্ত কোনও ব্যক্তি পদ্ম পুরস্কারের জন্য বিবেচ্য নন।

সরকার পদ্ম পুরস্কারকে “মানুষের পুরস্কার”-এ পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। তাই সমস্ত নাগরিককে মনোনয়ন/সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। মহিলা, সমাজের দুর্বলতর শ্রেণীর মানুষ, তপশিলি জাতি ও উপজাতি, দিব্যাঙ্গ ব্যক্তি সহ সমাজ সেবার ক্ষেত্রে যাঁরা অনন্যসাধারণ ভূমিকা পালন করে চলেছেন, তাঁরা সকলেই নিজেরা নিজেদের মনোনয়ন/সুপারিশ পাঠাতে পারবেন। মনোনয়ন/সুপারিশে সব ধরনের বিস্তারিত তথ্য (৮০০ শব্দের মধ্যে) দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট এবং পদ্ম পুরস্কার পোর্টালের ‘পুরস্কার ও পদক’ শীর্ষক শিরোনামে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *