ডিজিটাল; ৩ এপ্রিল: দূরপাল্লার ট্রেন পরিষেবাগুলি পুনরায় চালু এবং উৎসব ও গ্রীষ্মকালীন ভিড়ের সম্ভাবনার সঙ্গে সঙ্গে,প্রত্যাশামত মার্চ মাসে ট্রেনে সংরক্ষিত আসনের চাহিদার ক্রমশ বৃদ্ধি পেয়েছে ৷এর প্রেক্ষিতে যথাযথ তথ্যের ভিত্তিতে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) চলতি বছরের মার্চ মাসে সারা দেশে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। আরপিএফ ডিজিটাল এবং সাইবার জগত থেকে তথ্য সংগ্রহ, যাচাই এবং বিশ্লেষণ করে পয়লা মার্চ থেকে সারা দেশে এই অভিযান শুরু করে। এই অভিযানটি অত্যন্ত সফল হয়। এর ফলে ১৪৫৯ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ৩৪১ জন আইআরসিটিসি এজেন্ট রয়েছেন,যারা রেলের টিকিটের দালালিতেও জড়িত ছিলেন।এই আইআরসিটিসি এজেন্টদের কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং ৩৬৬ টি আইআরসিটিসি এজেন্ট আইডি এবং ৬৭৫১টি ব্যক্তিগত আইডি ব্লক করার প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে।চলতি বছরে ফেব্রুয়ারি মাসের তুলনায় ৩.৬৪ গুণ বেশি দালালকে গ্রেপ্তার করা হয়েছে।এর ফলে ৬৫ লক্ষেরও বেশি মূল্যের আগাম হিসেব কাটা ট্রেন যাত্রার টিকিট উদ্ধার করা হয়েছে । এখন সাধারণ যাত্রীরা এই আসন সংরক্ষণের জন্য টিকিট কাটতে পারবেন।
ভারতীয় রেল সাধারণ জনগণকে অনুমোদিত নয় এমন এজেন্টদের কাছ থেকে টিকিট না কাটার পরামর্শ দিয়েছে। রেলের টিকিটের দালালদের বিরুদ্ধে আরপিএফ-এর ‘অপারেশন উপলব্ধ’ ভবিষ্যতেও জারি থাকবে বলে জানানো হয়েছে।
