ঠিকাকর্মী নির্মীয়মান ম্যানহোলে কাজ করতে গিয়ে দুর্ঘটনা, মৃত চারজন পুরসভার ঠিকা কর্মী। ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার কুদঘাট মেট্রো স্টেশনের কাছে ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্বাপুটিয়ারি ঐক্যতান ক্লাবের কাছে (পাম্প হাউস) রিজেন্ট পার্ক থানা এলাকায়। আজ বেলা ১২ নাগাদ ম্যানহোলে কাজ করছিলেন পুরসভার ৭জন ঠিকা কর্মী। অনেক সময় কেটে যাওয়ার পর ডাকাডাকি শুরু করতে থাকে উপরে থাকা মানুষ । দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। দমকল বাহিনী এসেও তাদের উদ্ধার করতে না পারায় ডিজাস্টার ম্যানেজমেন্টর ডুবুরি এনে উদ্ধার করা হয় তাদের। সূত্রের খবর, হঠাৎ করেই ম্যানহোলে জলের স্রোত বেড়ে যাওয়ায় তারা তলিয়ে যান বলে জানা যায়। উদ্ধারের তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া কর্মীদের মধ্যে দুজনকে এস এস কে এম এবং পাঁচ জনকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এস এস কে এম হাসপাতালের দুজন এবং বাঘা যতীন হাসপাতাল দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতদের নাম সাবির হোসেইন(১৯) এবং মহ আলমগীর (৩৫) , জাহাঙ্গীর আলম (২২), লিয়াকত আলি (২০) প্রত্যেকেই মালদার বাসিন্দা। বাকি তিনজন বাঘাযতীন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উপস্থিত ১১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বিশ্বজিৎ মন্ডল জানান, ‘KEIIP প্রজেক্টে তারা কাজ করছিল গত তিন বছর ধরে। মূলত ড্রেনেজ পাইপলাইন কনস্ট্রাকশনের কাজ ছিল যা করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। শেষ পর্যায়ের কাজটি চলছিল’। এই ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।