শুভাবরি বাংলা চলচ্চিত্র উৎসব ( প্রথম ভাগ)
বাংলাকে ভালোবেসে
মাতৃভাষাকে ভালোবেসে, মাতৃভাষার আরো বেশি প্রচারের লক্ষ্যে “শুভাবরি পত্রিকা এবং ওয়েব ডেস্ক” সম্মিলিতভাবে শুরু করল ‘বাংলা ভাষার চলচ্চিত্র উৎসব’।
প্রথম পক্ষে অনুষ্ঠিত হতে চলেছে “স্বল্প দৈর্ঘ্যৈর বাংলা চলচ্চিত্র উৎসব”।
চলচ্চিত্র জমা দেবার অন্তিম তারিখ : ৩০ নভেম্বর ২০২২।
ফল ঘোষনা: ১ জানুয়ারি ২০২৩।
মোট সাতটি বিভাগের পুরস্কার নিম্নরূপ:
১)ডা: বিধান চন্দ্র রায় পুরস্কার ( সেরা ছবি)
২)হৃত্বিক ঘটক পুরস্কার (সেরা পরিচালক)
৩)মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার (সেরা গল্প)
৪)সুব্রত মিত্র পুরস্কার (সেরা চিত্রগ্রাহক)
৫)হৃষিকেশ মুখার্জি পুরস্কার (সেরা সম্পাদক)
৬)ছবি বিশ্বাস পুরস্কার (সেরা অভিনেতা)
৭)কানন দেবী পুরস্কার (সেরা অভিনেত্রী)
- রনি রায় পুরস্কার (সবথেকে কম বয়সী সেরা চিত্রগ্রাহকের জন্য)
শুধুমাত্র বাংলা সিনেমা এই উৎসবে গ্রহণ করা হবে।
পৃথিবীর সব ভাষাকে সম্মান জানিয়ে, নিজেদের মাতৃভাষাকে অন্তরে স্থান দিয়ে, এই উৎসব বাংলার নব প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে গণ্য করা যেতে পারে।
নিয়মাবলী:
শুধুমাত্র বাংলা ভাষায় সিনেমা এই উৎসবে গ্রহণ করা হবে।
সবমিলিয়ে মোট ২০ টি পুরস্কার উৎসবে রয়েছে।প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র মেইল করে পাঠিয়ে দেওয়া হবে।
অংশগ্রহণকারীকে প্রতি সিনেমার জন্য ২০০ টাকা( ভারতীয় মুদ্রায়) অনুদান গুগল পে তে পাঠাতে হবে।
সেরা ছবির সম্মান প্রাপককে আর্থিক সম্মাননা দেওয়া হবে।
অন্যান্য অংশের বিভাগের সেরাদের সম্মাননাপত্র এবং মেমেন্টো দেওয়া হবে।
সিনেমার দৈর্ঘ্য ১৫ মিনিট সর্বাধিক।
মোবাইল অথবা ক্যামেরা যে কোন মাধ্যমে তোলা ছবি গ্রাহ্য হবে।
ফর্মটি পূর্ণ করে মেইলে পাঠাতে হবে। তার সাথে অনুদান পাঠানোর ছবি/ স্কিন শট।
মেইলে ছবির পোস্টার পাঠাতে হবে।
ধর্মীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিনেমা গ্রাহ্য হবে না।
সমস্ত প্রকার যোগাযোগ :[email protected]
call/ Whatsapp: 9007212985
* বি: দ্র: উৎসবের নিয়মাবলী অনিবার্য কারণে পরিবর্তন এবং পরিবর্ধন হতে পারে, পরিবর্তন এবং পরিবর্ধন সমক্ষে প্রকাশিত হবে।