ওয়েব ডেস্ক ; ১১ জানুয়ারি : জন-অংশীদারিত্বের ধারণা অনুযায়ী, ২৬ জানুয়ারি, ২০২৫ নতুন দিল্লির কর্তব্য পথে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করার জন্য প্রায় ১০,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাজের নানান স্তর থেকে উঠে আসা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানকারী এই প্রতিনিধিরা ‘স্বর্ণিম ভারত’-এর মূল কারিগর।

আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সরপঞ্চ, বিপর্যয় মোকাবিলা কর্মী, ভাইব্র্যান্ট ভিলেজের প্রতিনিধি, প্রাথমিক কৃষি ঋণদান সমিতির প্রতিনিধি, পানী সমিতির প্রতিনিধি, তন্তুবায়, হস্তশিল্পী, মন কি বাত-এ অংশগ্রহণকারী সহ বিভিন্ন কাজে সক্রিয় নানান জনকে।

যেসব গ্রামে গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগের রূপায়ণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, তাদের সরপঞ্চরা সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত। কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে আমন্ত্রণ পেয়েছেন অনেকেই। তালিকায় রয়েছেন পিএম জনমন-এর মতো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণকারীরাও। অগ্রাধিকার দেওয়া হয়েছে এখনও দিল্লি না দেখা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সফল ক্রীড়াবিদরাও।

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি এই আমন্ত্রিতরা জাতীয় যুদ্ধ স্মারক, প্রধানমন্ত্রী সংগ্রহালয় সহ দিল্লির গুরুত্বপূর্ণ নানা জায়গা ঘুরে দেখবেন। মন্ত্রীদের সঙ্গে কথাও বলবেন তাঁরা।